বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯

রিয়েলিটি শো কে হবে মাসুদ রানা: সতর্ক আয়োজকেরা

Home Page » প্রথমপাতা » রিয়েলিটি শো কে হবে মাসুদ রানা: সতর্ক আয়োজকেরা
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ  রিয়েলিটি শো ‘ফেয়ার অ্যান্ড লাভলী মেনস হিরো–কে হবে মাসুদ রানা’র প্রাথমিক পর্বের কয়েকজন বিচারকের আচরণ নিয়ে বিতর্ক উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারকদের নিয়ে দর্শকেরা সমালোচনা করেছেন। বিচারকদের কাউকে ভয়ভীতিও দেখানো হচ্ছে। বিচারকদের একজন অভিনেত্রী শবনম ফারিয়া থানায় সাধারণ ডায়েরি করতে বাধ্য হয়েছেন। বিষয়টি নজরে এসেছে সম্প্রচার প্রতিষ্ঠান চ্যানেল আইয়ের। প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়, অনুষ্ঠানটি নিয়ে তারা বেশ সতর্ক হয়েছে। এ ধরনের অনুষ্ঠানের জন্য এখনো এ দেশের দর্শক প্রস্তুত নয় বলেও জানায় তারা।

মাসখানেক আগে রিয়েলিটি শো ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার প্রাথমিক বাছাইপর্ব প্রচারিত হয়। অডিশনের কিছু ক্লিপ ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ছড়িয়ে পড়া এসব ভিডিও শেয়ার করে ফেসবুকে দর্শকেরা অভিযোগ এনেছেন, প্রতিযোগিতায় বিচারকেরা প্রতিযোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। সেসব ভিডিওতে বিচারক হিসেবে দেখা গেছে পরিচালক ইফতেখার আহমেদ ফাহমি, মোস্তফা কামাল রাজ, শাফায়েত মনসুর রানা, অভিনেত্রী জাকিয়া বারী মম ও শবনম ফারিয়াকে।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:১৭   ৪৫৪ বার পঠিত   #