বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯

মাগুরায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

Home Page » প্রথমপাতা » মাগুরায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ  মাগুরা: মাগুরা সদরের কেচুয়াডুবির ঢাল এলাকায় শ্যামলী পরিবনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের আরোহী তাজ মোল্যা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে মাগুরা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজের বাড়ি চুয়াডাঙ্গায় বলে জানা গেছে। আহতদের মাগুরা ও যশোরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

মাগুরা সদর হাসপাতালে ভর্তি জুয়েল শেখ (বাসের হেলপার) বাংলানিউজকে জানান, ঢাকা থেকে সাতক্ষীরামুখি তাদের শ্যামলী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সুপার ভাইজার শিশিরসহ অনেক যাত্রী হতাহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ও হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ভোরে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে গুরুত্বর আহত অবস্থায় অন্তত ১০/১২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এসময় ট্রাকের আরোহী তাজ মোল্যাকে মৃত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১২:৪৫:২৮   ৪৯০ বার পঠিত   #  #  #  #