বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
নাটোর লালপুরে ৪০ কেজি গাঁজাগাছসহ আটক ২
Home Page » আজকের সকল পত্রিকা » নাটোর লালপুরে ৪০ কেজি গাঁজাগাছসহ আটক ২বঙ্গ-নিউজঃ নাটোরের লালপুরের চরজাজিরায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাগাছসহ দু’জনকে আটক করেছে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা। বুধবার রাত ৮টার দিকে উপজেলার বিলমাড়ীয়া এলাকার চরজাজিরায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দু’জন হলেন- লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার মৃত আব্দুল খামারুর ছেলে আব্দুল কদের খামারু (৩৫) ও রাজাশাহীর পুঠিয়া উপজেলার পলাশবাড়ি এলাকার মৃত সাত্তার মন্ডলের ছেলে শের মোহাম্মাদ অরফে হামান মন্ডল (৪০)।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি রাজিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার চরজাজিরায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাগাছসহ আব্দুল কদের খামারু ও শের মোহাম্মাদ অরফে হামান মন্ডলকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে গাঁজাগাছ লাগিয়ে এর কাঁচা পাতা ও ফুল বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।