বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Home Page » প্রথমপাতা » শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ  বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কলেজরোড এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন এবং দুর্ঘটনাস্থল দেখতে এসে কোচের চাপায় আরেক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিন জন।

বৃহস্পতিবার ভোর ও সকাল সাড়ে সাতটার দিকে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস এর ষ্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন জানান, ভোর সাড়ে চারটার দিকে মহাসড়কের কলেজ রোড এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী একটি কলা বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রে ট ২২-৯৬৪৫) এর সাথে বগুড়া গামী একটি রড বোঝাই ট্রাক (ঢাকা মেট্রে ট ২২-৮২৬৫) এর মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কলা বোঝাই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহত ৪ জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে সেখানে আরেক ট্রাকের অজ্ঞাত চালকের মৃত্যু হয়।

অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাস্থল দেখতে আসা আমেনা খাতুন (৫৫) নামের এক নারীকে দ্রুতগামী একটি কোচ চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহত আমেনা শহরের উলিপুর পাড়ার আব্দুল হামিদের স্ত্রী।

বাংলাদেশ সময়: ১১:৪৭:৪১   ৯০৭ বার পঠিত   #  #  #