বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯

চাঁদপুরে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা সোহেল গ্রেফতার

Home Page » প্রথমপাতা » চাঁদপুরে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা সোহেল গ্রেফতার
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সোহেল হোসেনের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়ের বাবা থানায় মামলা করার পর ছাত্রলীগ নেতা সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে চাঁদপুর আমলি আদালতে নেওয়া হলে আদালতের সিনিয়র বিচারক কফিল উদ্দীন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সোহেল টামটা উত্তর ইউনিয়নের বলশীদ গ্রামের আহসান উল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওই কলেজ শিক্ষার্থীর সঙ্গে ছাত্রলীগ নেতা সোহেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে ওই কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে সোহেল। এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি। এরপর ওই কলেজছাত্রীর গর্ভস্থ ভ্রুণ নষ্ট করতে সোহেল তাকে জোরপূর্বক ওষুধ খাওয়ান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ভ্রুণ নষ্ট হয়ে যায়।

এ ঘটনায় ওই কলেজছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তিনি সমকালকে বলেন, আমি নাইট গার্ডের চাকরি করে মেয়ের লেখাপড়ার খরচ চালাই। সম্প্রতি আমার মেয়ে তার মাকে সব ঘটনা খুলে বলে। সব শোনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানাই। কিন্তু দলীয় প্রভাব ও অর্থের শক্তির সঙ্গে না পেরে বাধ্য হয়ে থানায় মামলা করি। এরপর থেকে আমাদের মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে সোহেল ও তার বন্ধু জাকারিয়াকে আসামি করে থানায় মামলা করেছেন। রাতেই সোহেলকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে চাঁদপুর আমলি আদালতে নেওয়া হলে আদালতের সিনিয়র বিচারক কফিল উদ্দীন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর আসামি পলাতক রয়েছে

বাংলাদেশ সময়: ২০:৩২:২৭   ৪১২ বার পঠিত