বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯

ভাঙ্গায় ছাত্রীদের উত্যক্ত করার দায়ে দুই জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ছাত্রীদের উত্যক্ত করার দায়ে দুই জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯



ভাঙ্গায় ছাত্রীদের উত্যক্ত করার দায়ে দুই জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড
ব্যুরো চিফ, ফরিদপুরঃ- বিদ্যালয়ে প্রবেশের আগে ছাত্রীদের উত্যক্ত করার দায়ে ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন মেয়াদে দুই বখাটেদের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খিসা সরকারী ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অবস্থানকালীন সময়ে, সিসি’ক্যামেরার ফুটেজে বিদ্যালয়ের সম্মুখে ছাত্রীদের উত্যক্ত করা অবস্থায় দেখতে পান। পরে বিদ্যালয়ের গেটের সম্মুখে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার মাঝিকান্দা গ্রামের বিজয় কুমার মালোর ছেলে জয় কুমার মালোকে (১৯) তিন মাসের ও জেলার নগরকান্দা উপজেলার পোড়াদিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সুমন মিয়াকে (২০) ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছেন। এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খিসা বলেন, ঘটনার সময়ে আমি বিদ্যালয়ে অবস্থান করছিলাম। সিসি’ক্যামেরায় উত্যক্ত করার ফুটেজটি সংরক্ষিত রয়েছে। তিনি আরও বলেন, প্রায় উত্যক্ত করার ঘটনা ঘটছে, তাই এবিষয়ে রুখে দাড়াতে সকলের সোচ্চার হওয়া উচিৎ। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৪৫   ৭৫০ বার পঠিত   #