মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯

হরতাল-ধর্মঘটে বিশেষ সেবা দেবে বিআরটিসি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Home Page » আজকের সকল পত্রিকা » হরতাল-ধর্মঘটে বিশেষ সেবা দেবে বিআরটিসি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ  বিআরটিসি (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন) আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে হরতাল, পরিবহন ধর্মঘট ও ইজতেমাসহ দুর্যোগপূর্ণ পরিবেশে বিশেষভাবে সড়ক পরিবহন সেবা দেওয়ার বিধান রাখা হয়েছে। এছাড়া আইনে বিআরটিসি চালকদের সরকারি কর্মচারী হিসেবে অভিহিত করা হয়েছে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে বিআরটিসি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, বিআরটিসি পরিচালনা বোর্ডের চেয়ারম্যানসহ সরকারের পক্ষ থেকে ১২ জন ও বেসরাকারি ১২ জন মিলিয়ে মোট ২৪ জনের পরিচালনা বোর্ড গঠনের কথা বলা হয়েছে আইনে। এদের মধ্যে তিনজন বেসরকারি নারী প্রতিনিধি রাখার বাধ্যবাধকতা রাখা হয়েছে। আর বিআরটিসি চালকদের সরকারি কর্মচারী হিসেবে অভিহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:২৭:৪৪   ৫৭৪ বার পঠিত   #  #  #