শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯
জাতীয় মুক্তিবাহিনী ‘৭৫ প্রতিরোধ যোদ্ধাদের মানববন্ধন
Home Page » এক্সক্লুসিভ » জাতীয় মুক্তিবাহিনী ‘৭৫ প্রতিরোধ যোদ্ধাদের মানববন্ধনআল-আমিন আহমেদ,বঙ্গ-নিউজঃজাতীয় মুক্তিবাহিনী ‘৭৫ প্রতিরোধ যোদ্ধাদের আয়োজনে আজ শুক্রবার(৩০ শে আগষ্ট)জাতীয় প্রেস ক্লাব এর সামনে সকাল ১০ টায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় তিনশতাধিক প্রতিরোধ যোদ্ধাদের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে জাতির পিতা বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করাসহ প্রতিরোধ যোদ্ধাদের জাতীয় বীরের স্বীকৃতির দাবী জানানো হয়। প্রতিরোধ যোদ্ধাগণ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবী এ মানববন্ধনের মাধ্যমে বাহিনীর উপ-অধিনায়ক কবিরুল ইসলাম বেগ সবিনয়ে তুলে ধরে বলেন- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট স্বপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রতিবাদ ছাড়াও আমাদের এ দাবী সসস্ত্র প্রতিবাদকারী হিসাবে একটি বৈধ রাস্ট্ররক্ষা ও অবৈধ্য মুস্তাক গংদের অবৈধ্যতাকে জাতির সামনে তুলে ধরার প্রয়াস।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন প্রতিরোধ যোদ্ধা মজিবুর রহমান জজ, সুকেশ রঞ্জন সরকার, ইফতেখার হোসেন কাফী জুবেরী, প্রতিরোধ যোদ্ধা নিয়ে তথ্যসংগ্রাহক সজলকান্তি সরকার ও ধর্মপাশা আওয়ামীলীগ নেতা শামীম আহমেদ মুরাদ প্রমুখ। উক্ত কর্মসূচীর সভাপতি ও বাহিনীর আহ্বায়ক রতীশ তালুকদার সবাইকে ধন্যবাদ জানিয়ে বিকাল ২.৩০ মিনিটে প্রেস ক্লাব অডিটরিয়ামে আলোচলা সভায় সবাইকে উপস্থিত থাকার অনুরোধ রেখে কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করেন।
বাংলাদেশ সময়: ২০:২৯:১৮ ১১২৫ বার পঠিত