বুধবার, ২৮ আগস্ট ২০১৯

হাওর বিলে-গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » হাওর বিলে-গুলশান আরা রুবী
বুধবার, ২৮ আগস্ট ২০১৯



---গোধূলি নিভে যাওয়ার সময় ক্লান্ত বিকেলেহাওর ঝিলে পড়ছে এসে আবির রঙের ঝিলিক।
কৃষান ভাই যায় ফিরে নীড়ে
ক্ষেতে চাষ শেষ করে লাঙ্গল কাঁধে নিয়ে।
গরুর পাল চলে সারিসারি বাড়ি ঘাটে
সারাদিনে কেটেখুুটে কৃষান ঘরে
পাখিরা যায় ফিরে নীড়ে ছোট্ট ঘরে।
ব্যস্ত সবাই সন্ধ্যা বেলায় প্রদীপ জ্বালাবে
গৃহস্থালি প্রতিটি ঘরে সন্ধ্যার প্রদীব জ্বেলে খেয়ে দেয়ে শুয়ে পড়বে।
শুভ প্রভাতে জাগবে আবার ক্ষেতে যেতে হবে
হাল জুড়বে ধান বুনবে নতুন ফসলের
সারাদিন কেটেখুটে জুল ভাত খাবে।
অবসর সময় আড্ডা দিবে হাওর পারে বসে
হাওর ঝিলের মুক্ত বাতাস এসে লাগে গায়ে ।
ছোট্ট ছোট্ট ছেলে গুলো খেলে মনের মত করে,
হাওর মাঠে জলের ঘাটে কত রকম তরী ভাসে।
সন্ধ্যার আকাশে জমেছে মেঘ কালো সাজে,
আসবে মেঘ ঝরবে বাদল কত রঙিন সাজে।
মাছে উজাবে ধরবে কত মজা করে
হাওর ঝিলে জেলে ছেলে জাল ফিলুনি নিয়ে।
নিশি রাতে মাছের মেলা জমবে এসে হাওর ঝিলে
সব লোকেরা কুপি জেলে কাটবে সেথায়
নানান রকম ধরবে মাছ সেইতো নাচন
খুশীর খেলায় জলের ঠেলায় যায় নিশি ভোর বেলায়।
নাচে খোকন নাচে জল
খোঁজে পায় মাটির জেলায় জেলায়।

বাংলাদেশ সময়: ১৯:০৫:১২   ৫৮৬ বার পঠিত