বুধবার, ২৮ আগস্ট ২০১৯
ঢাকা মহানগর পুলিশের কমিশনার হচ্ছেন শফিকুল ইসলাম
Home Page » আজকের সকল পত্রিকা » ঢাকা মহানগর পুলিশের কমিশনার হচ্ছেন শফিকুল ইসলামবঙ্গ-নিউজঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হচ্ছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম।
রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্বরত শফিকুল ইসলাম ডিএমপির বর্তমান কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হবেন। আগামী ১৩ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার পদে আছাদুজ্জামান মিয়ার মেয়াদ শেষ হবে।
এদিকে পুলিশের শীর্ষ পর্যায়ের আরও তিন পদে রদবদল হয়েছে। পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সিআইডি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এসবির ডিআইজি মাহবুব হোসেনকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের চলতি দায়িত্বে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।
এছাড়া এসবির ডিআইজি বিশ্বাস আফজাল হোসেনকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের চলতি দায়িত্বে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।