সোমবার, ২৬ আগস্ট ২০১৯

হাসুসের ১ম সাহিত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবি আবু তালহা বিন মনির’র কবিতা “জীবন সংগ্রামী”

Home Page » সাহিত্য » হাসুসের ১ম সাহিত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবি আবু তালহা বিন মনির’র কবিতা “জীবন সংগ্রামী”
সোমবার, ২৬ আগস্ট ২০১৯



  জীবন সংগ্রামী

         আবু তালহা বিন মনির

নজরুলের কবিতা থেকে ফুটন্ত,

আমি এক অকুতোভয় কবিতা সৈনিক ।

আমি সুরমার নিরব স্রোতে ভাসা,

কচুরিপানার রঙিন ফুল ।

 

আমি পাড়ি দিয়েছি মরুভূমির ন্যায় উত্তপ্ত মাঠ,

আমার উপর আছড়ে পড়েছে বিশাল জলাধারের ভয়ংকর ঢেউ ।

আমার উপর হানা দিয়েছে কালবৈশাখীর ঝড়,

থামাতে পারেনি আমায়!

 

আমি তিলে তিলে গড়ে উঠেছি,

শনি-হালির কাদা মাখা শরীর নিয়ে ।

আমি বেড়ে উঠেছি উত্তপ্ত রোদ উপেক্ষা করে ।

 

জীবন সংগ্রামে আমি এক অসীম যোদ্ধা,

তাই আজ তুলেছি পাল,ছেড়েছি হাল,

যাব অজানা গন্তব্যে ।

ঠিকানাহীন,মাঝিবিহীন তরী চলেছে এঁকেবেঁকে ।

 

অসীম এক যোদ্ধা আমি নেমেছি জীবন সংগ্রামে,

যেতায় গিয়ে তীর ঘেঁষবে তরী,

তাঁবু বাধব সেই বালুর মাঠে ।

সব প্রতিকূলতা উপেক্ষা করে,

সফলতা আনব কুড়ে।

বাংলাদেশ সময়: ১৪:২৬:০৫   ৭২৩ বার পঠিত