শনিবার, ২৪ আগস্ট ২০১৯

হাসুসের ১ম সাহিত্য প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ৪ জনকে বিজয়ী ঘোষণা

Home Page » Wishing » হাসুসের ১ম সাহিত্য প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ৪ জনকে বিজয়ী ঘোষণা
শনিবার, ২৪ আগস্ট ২০১৯




স্টাফ রিপোর্টারঃ গতকাল শুক্রবার হাওর ভিত্তিক সাহিত্য সংগঠন হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) বাংলাদেশ কর্তৃক হাসুসের ফেইসবুক গ্রুপে ১ম বারের মতো সাহিত্য (কবিতা) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছ।গত বৃহষ্পতি

বার থেকে আজ বিকাল পাঁচটা পর্যন্ত প্রতিযোগিতা চলে।এতে দেশ বিদেশের  অনেক খ্যাতনামা কবিরা অংশগ্রহণ করে।

 

 

 

 

প্রথমবারের মতো হাওরে এমন ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজনে নবীন প্রবীন কবিরা এক পর্যায়ে হুমড়ি খেয়ে পরে।গ্রুপের এডমিনরা হয়ে পরে হতবিম্ব।তার পরো ধৈর্য সহকারে তাঁরা তাঁদের কার্যক্রম চালিয়ে যান।দিন শেষে ৪ জন কবিকে ক,খ,গ তিনটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।কবিরা হলেন

 

গ- গ্রুপে কবি আলহাজ শেখ এমএ ওয়ারিশ-কবিতাঃ মা জননী,খ-গ্রুপে কবি গুলশান আরা রুবী- কবিতাঃবিবর্ন,কবি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ-কবিতাঃ বিশ্ববন্ধু,ক- গ্রুপে কবি আবু তালহা বিন মনির-কবিঃজীবন সংগ্রামী  নির্বাচিত হয়েছেন।

 

এছাড়াও আরো সেরা সাত নির্বাচন করা হয়।নির্বাচিতরা হলেন-

 

 

১।কবি ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল-কবিঃ জন্মাস্টমী

২। কবি এ ডি দিলীপ-কবিতাঃ দরদী মা

৩। কবি রিদওয়ানুল হাসান-কবিতাঃবন্ধু

৪।কবি মোহাম্মদ সিরাজুল ইসলাম-কবিতাঃ হাওরপাড়ে জন্ম আমার

৫।কবি হাসিনা হাসি- কবিতাঃ আমার মা

৬।কবি তাহমিদা হক মারজানা-কবিতাঃ হাসুসে আগ্রহ

৭।কবি মনিরুল সুজ্জল-কবিতাঃ অবাক আবিষ্কার

 

জানতে চাইলে হাসুসের প্রতিষ্ঠাতা,কেন্দ্রীয় সভাপতি হাওরকবি জীবন কৃষ্ণ সরকার বলেন “ তৃণমূল হাওরের সাহিত্য ভাবনাকে জাগিয়ে তুলার প্রতিজ্ঞা নিয়েছে হাসুস।আমি মনে করি আজকের মধ্য দিয়ে এর পুর্ণরুপে কার্যক্রম শুরু হলো।” এসময় তিনি তাঁর জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও হাওরের সাহিত্যের উন্নয়নের প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেন।এ ব্যাপারের হাওরের সকল সাহিত্য প্রেমীদের সহযোগিতা কামনা করেন।এছাড়াও তিনি গ্রুপের নিম্নলিখিত এডমিনদের পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এডমিনরা হলেন এম রিয়াদ মাহফুজ মাছুম,জেনারুল ইসলাম,হাসিনা হাসি,আনোয়ারা খাতুন, জাকির হোসেন রাজু,আল আমিন আহমেদ সালমান,ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল স্যার,জহিরুল ইসলাম জহির, উপদেষ্টা কবি গুলশান আরা রুবী।

 

সময় স্বল্পতার জন্য অনেকে অংশগ্রহন করতে পারেনি বলে অনেকে গ্রুপে পোষ্ট দেয়ায় তিনিও দুঃখিত হয়ে বলেন আগামী  প্রতিযোগিতায়  দুদিন ব্যাপী প্রতিযোগিতা চলবে এবং সেরা লেখাগুলো ফেইসবুক লাইভে পাঠ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শেষে তিনি সকল লেখক বন্ধুদের মঙ্গল কামনা করেন।

বাংলাদেশ সময়: ১০:১১:১০   ৬৬৮ বার পঠিত