মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
যখন সন্ধ্যা নামে - মুতাকাব্বির মাসুদ
Home Page » সাহিত্য » যখন সন্ধ্যা নামে - মুতাকাব্বির মাসুদ
যৌবনে কাটাপাহাড়ের শরীর বেয়ে
নেমেছিল একেলা যে পথ
সে পথে তোমার একাকী কণ্ঠে ওঠেনি কোনো
মহুয়ার গুণগুণ মাধুর্য ?
কিংবা ঘরে ফেরা জলশালিকের ডানায় যখন সন্ধ্যা নামে-তোমার শ্যাম্পু করা চপল চুলে
উদাস হাওয়া জটিল প্রেমের রকমারী বিলি কাটে, তখনও কি তোমার বুকের ভেতর দিঘির জলে
ওঠেনি কোনো প্রেমের ঢেউ?
কিংবা কাজরি সন্ধ্যায় ভেজা শরীর,
লবণাক্ত ঘামের ছোঁয়া-অলক্ত অধরে তুলে দেয়নি জৈবতি কোনো গানের কলি?
তবে কেন একেলা ঘরে সেই জ্যামেতিক কোণে
মৃদু আলোর জঙ্ঘার ফাঁকে
একেলা শাওয়ারের তলে
মোমের মতো জ্বলে জ্বলে
নিজেকে শুদ্ধ করো চোখের জলে
ফোঁটায় ফোঁটায়?
কালো ডিঙি কালো চোখের জল
দেহের বাঁকে উজান ঠেলে
একেলা পথে ভাঁটফুলের দল!
পাখিরা সব জেনে গেছে
ক্লান্ত নিশির ঘুমের ঘরে
তোমার প্রেমের খবর!
বাংলাদেশ সময়: ১৯:০৯:৪১ ৮৯৪ বার পঠিত # #কবিতা #বাংলা কবিতা