রবিবার, ১৮ আগস্ট ২০১৯
টানা ছুটির পর আজ থেকে পুরোদমে খুলছে সরকারি অফিস
Home Page » অর্থ ও বানিজ্য » টানা ছুটির পর আজ থেকে পুরোদমে খুলছে সরকারি অফিস
বঙ্গ-নিউজঃ টানা ছুটির পর আজ রবিবার (১৮ আগস্ট) থেকে পুরোদমে খুলছে সরকারি অফিস। সকাল থেকেই সচিবালয়, অফিস, আদালত ও ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে, ৯ আগস্ট (শুক্রবার) থেকে ১৭ আগস্ট (শনিবার) পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ছিল। এরমধ্যে সাপ্তাহিক ছুটি ৪দিন। কোরবানির ছুটি ৩ দিন ও জাতীয় শোক দিবসের ছুটি ছিল একদিন। মাঝখানে ১৪ আগস্ট (বুধবার) একদিনের জন্য সরকারি অফিস আদালত খোলা থাকলেও অনেকেই এদিনের ছুটি নিয়ে টানা ৯ দিন ছুটি কাটিয়েছেন।
জানা গেছে, রবিবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে অফিস শুরু হলেও অনেকেই অফিসে পৌঁছাননি। অনেকেই ছুটি কাটিয়ে সরাসরি বাড়ি থেকে এসে আজ অফিসে পৌঁছাবেন। দশটা-এগারোটা নাগাদ অফিস জমে উঠবে।
বাংলাদেশ সময়: ১১:০৪:৫১ ৫০৩ বার পঠিত #টানা ছুটি #সরকারি অফিস