শনিবার, ১৭ আগস্ট ২০১৯

হজ শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজীরা

Home Page » আজকের সকল পত্রিকা » হজ শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজীরা
শনিবার, ১৭ আগস্ট ২০১৯



ফাইল ছবিবঙ্গ-নিউজঃ পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজীরা। শনিবার দুপুর ১টার দিকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এসবি-৮০৮ ৩৩৫ হজযাত্রী নিয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হজ থেকে ফিরতি ফ্লাইট চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে বাংলাদেশের ১ লাখ ২৭ হাজার ৮০ হাজী দেশে ফিরবেন বলে জানা গেছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলতি বছর হজ ব্যবস্থাপনার সদস্যসহ এক লাখ ২৭ হাজার ১৫২ জন হজে গেছেন। এর মধ্যে ৭২ হজযাত্রী মারা গেছেন। বাকিরা দেশে ফিরবেন ১৫ সেপ্টেম্বরের মধ্যেই। এ বছর হজ ফ্লাইটে কোনো সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। যাত্রী বা টিকিট সমস্যার কারণে কোনো ফ্লাইট বাতিল হয়নি।

বাংলাদেশ সময়: ১৮:২৬:০৪   ৫৫৮ বার পঠিত   #  #  #