বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯
বংশীকুন্ডায় হাওরসাহিত্য পাঠাগারে জাতীয় শোক দিবস পালিত
Home Page » আজকের সকল পত্রিকা » বংশীকুন্ডায় হাওরসাহিত্য পাঠাগারে জাতীয় শোক দিবস পালিত
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় বংশীকুন্ডা কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগারে আজ ১৫ই আগষ্ট হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) বাংলাদেশ ও কেন্দ্রীয় হাওরসাহিত্য গণ পাঠাগার কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষীকিতে তার এবং তার পরিবার বর্গের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রথমে পবিত্র কোরআন শরিফ থেকে সুরা তেলাওয়াত করেন মোঃ রাকিব হোসেন এবং গীতা পাঠ করেন রনি সরকার। হাসুসের সাধারণ সম্পাদক রিয়াজ মাহফুজ মাছুম’র সভাপতিত্বে ও সহসাংগঠনিক সম্পাদক সুজ্জল আহমেদ’র সঞ্চালনে আলোচনায় অংশ নেন মোঃ মমিন মিয়া, আশিকনুর মিয়া, সুমন মিয়া, জিয়ার রহমান, সাকিব হাসান, ইকুনো সরকার, আবদুল কবির,অসিম মিয়া, সাহজামাল, রাজীব সরকার সহ আরো অনেকে। আলোচনা শেষে, সভাপতির আলোচনার মধ্য দিয়ে সভা সমাপ্তি ঘোষিত হয়।
বাংলাদেশ সময়: ২৩:৫৩:৫৭ ৬০৭ বার পঠিত