মঙ্গলবার, ৯ জুলাই ২০১৩

৩৪তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

Home Page » শিক্ষাঙ্গন » ৩৪তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ
মঙ্গলবার, ৯ জুলাই ২০১৩



বঙ্গ-psc.jpgনিউজ ডটকমঃ বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ পার হয়েছেন ১২ হাজার ৩৩ জন প্রার্থীসরকারি কর্ম কমিশন (পিএসসি) সোমবার বিকালে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার এই ফল প্রকাশ করে।

এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগ দেয়ার কথা রয়েছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন  বলেন, কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd ফল পাওয়া যাচ্ছে। তবে এবার কমিশনের নোটিশ বোর্ডে ফলাফলের কোনো কপি টাঙানো হবে না।

এছাড়া যে কোনো মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে ৩৪ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।

লিখিত পরীক্ষায় অংশ নেয়ার জন্য উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৯ জুলাই থেকে বিপিএসসি ফর্ম পূরণ করতে হবে। পরে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে জানান মোশাররফ।

গত ২৪ মে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় রেকর্ড ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী অংশ নেন। পরীক্ষা শেষ হওয়ার ৪৫ দিনের মাথায় প্রিলিমিনারির ফল প্রকাশ করা হলো।

বাংলাদেশ সময়: ০:৩০:৩৩   ৫২১ বার পঠিত