বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯

শোক দিবসে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ করে শোনালেন হাওরকবি জীবন কৃষ্ণ সরকার

Home Page » Wishing » শোক দিবসে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ করে শোনালেন হাওরকবি জীবন কৃষ্ণ সরকার
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯



স্টাফ রিপোর্টারঃ আজ মহান শোক দিবসে প্রগতি উচ্চ বিদ্যালয় সিলেট কর্তৃক আয়োজিত আলোচনা সভায় হাওরকবি জীবন কৃষ্ণ সরকার জাতির জনক বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তাঁর নিজের লেখা “হৃদয়ে তুমি বঙ্গবন্ধু”  কবিতাটি পাঠ করেন।এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে  শিক্ষার্থীদের তাঁর ত্যাগ ও অবদানকে আদর্শ হিসেবে গ্রহণ করে পড়ালেখা করার আহ্বান জানান।সেই সাথে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ভবিষ্যতে  নিজেকে দেশ সেবায় অংশগ্রহণের আহ্বান জানান।

 

 

 

 

 

পাঠকদের স্বার্থে কবিতাটি নিম্নে প্রদত্ত হলো

হৃদয়ে তুমি বঙ্গবন্ধু

 

 

 

 

জীবন কৃষ্ণ সরকার

 

হৃদয়ে তুমি বঙ্গবন্ধু

থাকবে চিরকাল

যতই থাকুক মুর্খতা আর

হিংসার বেড়াজাল।

 

তিমির হতে আলোর পথে

পথ দেখালে তুমি

তোমায় পেয়ে ধন্য মোদের

প্রিয় জন্মভূমি।

 

যে সময়ে জন্মভূমি

অশান্তির ছোবলে

স্বাধীনতার ডাকটি তুমি

সেই সময়েই দিলে।

 

এর চেয়ে কি হতে পারে

মোদের সুসংবাদ

তাইতো মোরা সবাই মিলে

গর্ব করি আজ।

 

তোমার মতো বিশ্ব মাঝে

নয়কো কেহ মহান

তোমার গুণেই শ্রেষ্ঠ তুমি

শেখ মুজিবুর রহমান।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৩১   ৭০১ বার পঠিত