বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯

বিরহে তোমার হে বঙ্গবন্ধু -জহিরুল ইসলাম

Home Page » সাহিত্য » বিরহে তোমার হে বঙ্গবন্ধু -জহিরুল ইসলাম
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯



---

বিন্দু বিন্দু জলে যদি হয় সিন্ধু
বিরহে তোমার অশ্রু নয়নে
দেশজ প্রেম এই বাংলার জমিনে
সেই সিন্ধুই আজ বহমান
হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তুমি শিখিয়েছো দেশমাতৃকার প্রেম
তুমি দেখিয়ে দিয়েছো বলিষ্ঠ নেতৃত্ব
অন্যায়ে তুমি করোনি আপোষ
তুমি আজ অনন্য, সারা বিশ্বের দৃষ্টান্ত।
তোমাতে এ দেশ কুড়াল কত সম্মান
হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।।

তুমি ছিলে মানবতার ধারক, বাহক
মানুষেতে ছিল এক সরল বিশ্বাস
তোমার সেই বিশ্বাসে এলো ঘাতকের ছুরি
রক্তের স্বাধীনতায়  লিখা হলো
আরেকটি রক্তাক্ত ইতিহাস।
আমরা আজ স্তব্ধ,  বাকরুদ্ধ
হারিয়েছি স্বাদ, স্বাধীনতার উল্লাস।
নীরবে নীরবে বোধ করি অপমান
হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তুমি লিখেছো, বড়ই পরশ্রীকাতর এ জাতি
হ্যাঁ, বিশ্বাস ঘাতকেরা সত্যিই দিয়েছে তার প্রমাণ।
তুমি নও বিধস্ত, তুমি বিজয়ী,অমর অক্ষত
তোমার গৌরবময় কীর্তি এ বাংলায় চিরকাল থাকবে বহমান
হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
——————————————
রচনাকাল : ১৫ আগষ্ট ২০১৯
সময় : ১০.৩০ (বাসে ভ্রমণ : সুনামগঞ্জ - শাহজালাল কলেজ)

বাংলাদেশ সময়: ১৬:০০:৫৫   ১১৩৮ বার পঠিত