বুধবার, ১৪ আগস্ট ২০১৯

কুটুমবাড়ি - ম, বজলুর রাহমান

Home Page » বিনোদন » কুটুমবাড়ি - ম, বজলুর রাহমান
বুধবার, ১৪ আগস্ট ২০১৯



 ম,বজলুর রাহমান

 

কত বর্ষা; যাইনি গাঁয়ে
চড়িনি ডিঙি নায়ে-
লগি বেয়ে বেয়ে, আনাড়ি
আড় পথে, যাইনি কুটুমবাড়ি।

দেখিনি, হাটুজল এর ধানের ক্ষেত
জল ছুঁয়ে, চলে যাওয়া; সিঁথির মতো পথ।
নাড়াদের ফাঁকে; ঝাকে ঝাকে
গরই আর শোলের পোনা
ফেনা ফেনা বুজকুড়ি। যায় না গোনা।

সাদা সাদা নীল নীল
সূর্য দীঘল,
শাপলা। নবীন শালুক;
বিমুগ্ধ; জলের তালুক।

প্রবল বিশ্বাসে, হাঁস ডাহুক
দল-কলমি, তপস্বী বক।
জলের খিলানে,আপন মনে
বুইচা, ভেলিগুরার ঝাক।

দূরের গ্রাম অবধি
জলরঙ, নিঃঢেউ নদী
ভরপুর। জলে টইটুম্বুর।
—————————–
১৩ অগাস্ট, ২০১৯।

বাংলাদেশ সময়: ৮:১৫:৩১   ৮৫১ বার পঠিত   #  #  #  #