সোমবার, ১২ আগস্ট ২০১৯

সত্যেরা, সত্যেই সুন্দর - ম, বজলুর রাহমান

Home Page » বিনোদন » সত্যেরা, সত্যেই সুন্দর - ম, বজলুর রাহমান
সোমবার, ১২ আগস্ট ২০১৯



 

ম,বজলুর রাহমান

 

 

বেঁচে আছি।
গিরি অরণ্যে, ওরা সব্যসাচী।
শংকা, সংকটের ঘুরপাক
যেন, উড়াল ডানায়, চক্রবাক।
ঢাকঢাক গুরগুর; অন্ত:পুর।

 

আছে মোল্লা, পুরোহিত
আযান সালাত। পূজা নামগীত।
নিজ নিজ, উচিত অনুচিত।

বুঝিনা ! অর্বাচীন গাড়ল।
বিধান নিদানে, সবখানে
শেষ কথা, মোড়ল
অংকটা, দিনে দিনে, খুবই সরল।

কুক্ষণে ভুলে যাই
সত্যেরা, সত্যেই সুন্দর। বলতে নাই।
ভুলে যাই
ক্ষুদা,লেলিহান সুধা। জ্বালাবে,কাঁদতে নাই।
ক্ষোভ সন্তাপে, উত্তুঙ্গ, জীবন-পারদ
তবুও ভাঙতে নাই, চোখের গরাদ।

জীবন মাধুকরী
নৈঋত ঈশানে, রণভেরী।
যানজট, কটমট। বন্ধ ফেরী।
গুজব। কারও চোখ রাঙানি
রেখো নিরাপদ, জননী।
———————————————
১০ অগাস্ট, ২০১৯।

বাংলাদেশ সময়: ১২:২৪:৪৪   ৫৯৭ বার পঠিত   #  #  #  #