সোমবার, ১২ আগস্ট ২০১৯
শায়ের শাবাব উৎস’র শুভ পঁচিশে- মহি উদ্দিন তাহের
Home Page » Wishing » শায়ের শাবাব উৎস’র শুভ পঁচিশে- মহি উদ্দিন তাহেরশুভ হোক রজতজয়ন্তী
এগিয়ে যাও তুমি স্বর্ণে
প্লাটিনাম ছেড়ে যাও শতকে
রাঙুক জীবন শত বর্ণে©
তুমি এলে বলে আমি বাবা হয়েছি
তুমি ধীরে পলে পলে বেড়ে উঠেছো
আমি স্বপ্ন শিখেছি
এখন তোমার স্বপ্নগুলো পাখা মেলেছে
আমি হৃদয় লিখেছি।
–বাবা
তুমি এলে বলে আমি মা যে হয়েছি
হাওয়ার পালে পাখা মেলে বেড়ে উঠেছো
আমি স্বপ্ন বুনেছি
এখন তোমার স্বপ্নগুলো পাখা মেলেছে
আমি লগ্ন জেনেছি।
-মা
তুমি এলে বলে আমি অনুজ হয়েছি
তোমার ছায়ার অভ্যেসেতে বাড়তে শিখেছি
তুমি বাঁধন খুলেছো।
ফিরে এসে সুখের বানে ভাসিয়ে দিয়েছো।
আশার প্রদীপ জ্বেলেছি।
-ঐশী
১১ আগস্ট ২০১৯, ২৭ শ্রাবণ ১৪২৬, ০৯ জিলহজ্ব ১৪৪০
বাংলাদেশ সময়: ০:৫৭:৫৯ ৬০৪ বার পঠিত #জন্মদিন