সোমবার, ১২ আগস্ট ২০১৯
‘সাহায্যের হাত যুব সংঘের, বন্যার্তদের মাঝে ঈদ-খাদ্য বিতরণ
Home Page » আজকের সকল পত্রিকা » ‘সাহায্যের হাত যুব সংঘের, বন্যার্তদের মাঝে ঈদ-খাদ্য বিতরণ
বঙ্গ নিউজ ডটকম: গত বৃহস্পতিবার ‘সাহায্যের হাত যুবসংঘ, গাজীপুর মহানগর কর্তৃক জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় বন্যার্তদের মাঝে ঈদ-খাদ্য বিতরণ করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সাহায্যের হাত যুব সংঘের সভাপতি - সায়েম সাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক-আরিফ উজ জামান নেহাল, সহ সভাপতি- হৃদয় হাসান, সাংগঠনিক সম্পাদক, আল মমিন রিয়াদ, কার্যনির্বাহী সদস্য- মাহমুদ হাসান। আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা শাখার কার্যনির্বাহী সদস্যরা।
প্রায় ১৫০ টি পরিবারের মাঝে ঈদ-খাদ্য বিতরণ করেছে সংঘঠনটি। বিগত বছরগুলোতেও বন্যা এবং শীতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সাহায্যের হাত যুব সংঘ, গাজীপুর মহানগর।
বাংলাদেশ সময়: ০:০৮:১০ ৬৭৫ বার পঠিত