সোমবার, ৮ জুলাই ২০১৩
“অস্থিমজ্জা প্রতিস্থাপনে এইচআইভি থেকে মুক্তি”
Home Page » এক্সক্লুসিভ » “অস্থিমজ্জা প্রতিস্থাপনে এইচআইভি থেকে মুক্তি”বঙ্গ- নিউজ ডটকমঃ ক্যানসার সারাতে অস্থিমজ্জা প্রতিস্থাপন করে দুইজন এইডস রোগী সুস্থ হয়ে উঠেছেন। অসুস্থ ওই দুই ব্যক্তির একজন দুই বছর এবং অন্যজন প্রায় চারমাস ওষুধ ছাড়াই সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাদের দেহে ভাইরাস ফিরে আসার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।
সম্প্রতি ইন্টারন্যাশনাল এইডস সোসাইটির একটি মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্রের ব্রিগহাম অ্যান্ড ওমেন’স হাসপাতালের বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন।
সাধারণত খুব সহজে এইচআইভির সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায় না। এই প্রাণঘাতী ভাইরাস মানব দেহে ডিএনএ’র ভেতরে লুকিয়ে থাকে।
অ্যান্টি-রেট্রোভাইরাল জাতীয় ওষুধ রক্তপ্রবাহ থেকে এইচআইভি ভাইরাস দূরে রাখে। কিন্তু যখন ওষুধ খাওয়া বন্ধ করা হয় তখনই ওই ভাইরাস আবার ফিরে আসে।
যে দুইজন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন তাদের নাম প্রকাশ করা হয়নি। তবে তারা ৩০ বছর ধরে এইচআইভি ভাইরাসে আক্রান্ত ছিলেন।
তারা উভয়েই এইচআইভি আক্রান্ত হওয়ার পর ক্যানসার, লিম্ফোমা রোগে আক্রান্ত হন। ফলে তাদের অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়। কিন্তু অস্থিমজ্জা প্রতিস্থাপনের পর তাদের দেহে এইচআইভি ভাইরাস আর ফিরে আসে নি।
যেহেতু অস্থিমজ্জা প্রতিস্থাপনে দেহে সম্পূর্ণ নতুন রক্ত কোষ তৈরি হয় তাই ধারণা করা হচ্ছে, এ কারণেই তাদের দেহে আর কোনো এইচআইভি ভাইরাস ফিরে আসেনি।
বাংলাদেশ সময়: ১৫:৩২:৫৮ ৩৮৬ বার পঠিত