বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯

বংশীকুন্ডা কলেজে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন

Home Page » শিক্ষাঙ্গন » বংশীকুন্ডা কলেজে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯



---বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর থানার একমাত্র কলেজ ও টাংগুয়ার হাওর পারের বাতিঘর খ্যাত বংশীকুন্ডা কলেজে আজ ৮ ই আগষ্ট সকাল ১০ টায় কলেজ হলরোমে আলোচনা সভার মধ্য দিয়ে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন করেন কলেজ গর্ভনিং বডির সভাপতি  রাসেল আহমদ।

আলোনা সভায় আরোও বক্তব্য দেন ইংরেজী বিভাগের প্রভাষক জলিল হিমেল,সমাজ বিজ্ঞান প্রভাষক দেলোয়ার হোসেন,ইসলামিক স্টাডিজের প্রভাষক আবুল খয়ের, সাবেক শিক্ষার্থী ও সাংবাদিক আল-আমিন আহমেদ সালমান, বিকেসি পাঠশালার প্রধান শিক্ষক জহির রায়হান প্রমুখ।

বক্তরা তাদের বক্তব্যে উল্লেখ করেন, এই প্রথম আমাদের হাওর পারের বাতিঘর খ্যাত বংশীকুন্ডা কলেজে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।যাতে করে শিক্ষার্থীরা শহরের আধুনিক শিক্ষার মান আমাদের এই সগঠনের মধ্যে গ্রহন করতে পারে।
উল্লেখ্য ২০১৩ সালের ৭ ই অক্টোবর তৎকালীন বংশীকুন্ডা পরিষদের চেয়ারম্যান রাসেল প্রতিষ্ঠা বংশীকুন্ডা কলেজ।বর্তমানে কলেজটিতে একঝাঁক তরুন শিক্ষক গুণগতমানের শিক্ষা দিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:২৬   ৬৮৮ বার পঠিত