সোমবার, ৫ আগস্ট ২০১৯
তরুণ সঙ্গীতশিল্পী ওমর সানি’র “ভালবাসা ভাল নাই”
Home Page » এক্সক্লুসিভ » তরুণ সঙ্গীতশিল্পী ওমর সানি’র “ভালবাসা ভাল নাই”বঙ্গ- নিউজ বিনোদন প্রতিবেদকঃ জনপ্রিয় সুরকার প্রিন্স রুবেলের সুরে গাইলেন এ প্রজন্মের তরুন শিল্পী ওমর সানি। কন্ঠশিল্পী ওমর সানি বলেন,,এই প্রথম প্রিন্স রুবেল ভাইয়ের সুরে চমৎকার একটি যুগোপযোগী গান গাইলাম।গানটির শিরোনাম “ভাালবাসা ভাল নাই”
গানটি লিখেছেন তরুণ গীতিকবি আলিম আকন্দ রাজ। তিনি মনের মাধুরি মিশিয়ে লিখেছেন গানের কথাগুলো।
আর মায়াবী সুর ঢেলে দিয়েছেন জনপ্রিয় সুরকার প্রিন্স রুবেল। মিউজিক করেছেন “জাহিদ বাশার পংকজ”। আমিও চেষ্টা করেছি নিজের সেরাটা দিতে।।বাঁকিটা দর্শকরা বিচার করবেন।
স্যাড ধারার এই গানটিতে থাকছেন জনপ্রিয়
লাক্স তারকা সুন্দরী সেরিনা পিংকি (সারাকা মজুমদার)।
তিনি শোবিজ অঙ্গনের একক অনবদ্য নাম। গানটির মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন এসডি প্রিন্স। মিউজিক ভিডিওতে কাজ করা সম্পর্কে সারাকা বলেন; লাক্স তারকা আর গ্লামার্স ওয়ার্ল্ড এর মেয়েকে এবার দর্শক দেখবে নতুনরূপে। স্যাডি ধরনের গল্প এটি। তবে বেশ ব্যতিক্রম। আর এতে স্কুল পড়ুয়া ছাত্রীর চরিত্রে দেখা যাবে আমাকে। কাজটি করে বেশ ভালো লেগেছে। আশা করব; দর্শকদেরও ভালো লাগবে। এ মিউজিক ভিডিওতে আরও কাজ করেছেন মডেল দেব দ্বীপসহ অন্যান্যরা। গানটি ঈদে দেশের যেকোন জনপ্রিয় ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
মিউজিক ভিডিওটির নায়ক দেব দ্বীপ বলেন,,অসম্ভব সুন্দর কাহিনী জড়িত মিউজিক্যাল ফিল্মটি।
এই প্রথম কোন গানের ভিডিওতে আমি গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার অভিনয় করেছি।বেশ উপভোগ করেছি।
তবে,সাইকেল চালানোর অভিনয়টা মনে থাকবে বহুদিন।
সবমিলিয়ে চমৎকার হয়েছে কাজটা।
গানটির গীতিকার বলেন,,
চেষ্টা করেছি সময়ের সাথে তাল মিলিয়ে সাধ্যানুযায়ী চমৎকার কিছু লিখার জন্য। জানিনা কতটুকু পেরেছি।
তবে আমি খুব এক্সাইটেড এবং খুব আশাবাদী গানটি নিয়ে।।
আশা রাখি গানটি দর্শক মহলে সাড়া ফেলবে।
বাংলাদেশ সময়: ৯:২১:২০ ৭৩৯ বার পঠিত