বুধবার, ৩১ জুলাই ২০১৯
ভাঙ্গায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
মাসুম আল ইসলাম, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কের সলিলদিয়া কবর স্থানের সম্মুখে ব্রীজ সংলগ্ন স্থান থেকে এক অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে ভাঙ্গা হাই-ওয়ে থানা পুলিশ। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১টায় ঘটনাস্থল লাশ উদ্ধার করা হয়। এব্যাপারে হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান জানান, প্রাথমিক তদন্তে সড়ক দুর্ঘটনা নয় বলে লাশের ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। লাশটির শরীরের লজ্জাস্থান ছাড়া অন্য কোথাও কোন কাপড় পাওয়া যায়নি। লাশটি শারীরিক প্রতিবন্ধি (এক পা) ছিল বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৮:৫৮:৫৮ ৫৪৬ বার পঠিত #ভাঙ্গায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার