বুধবার, ৩১ জুলাই ২০১৯
“তরুন সঙ্গীত শিল্পী ওমর সানি’র গানে লাক্স সুন্দরী সেরিনা পিংকি (সারাকা)”
Home Page » এক্সক্লুসিভ » “তরুন সঙ্গীত শিল্পী ওমর সানি’র গানে লাক্স সুন্দরী সেরিনা পিংকি (সারাকা)”বঙ্গ নিউজ প্রতিবেদকঃ লাক্স সুন্দরী সেরিনা পিংকি (সারাকা মজুমদার) শোবিজ অঙ্গনের একক অনবদ্য নাম। মডেলিং; অভিনয়; উপস্থাপনা সবকিছুতেই রয়েছে তার অবাধ বিচরণ ও পদচারণা। তারই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে তিনি রাজধানীর অদূরে গাজীপুরের খতিব খামাড়বাড়ীতে শিল্পী ওমর সানির কন্ঠ ও আলিম আকন্দ রাজের কথা ও প্রিন্স রুবেলের সুর এবং জাহিদ বাশার পংকজ এর সংগীত আয়োজনে ” পুড়ে হলাম ছাই” নামের একটি নতুন মিউজিক ভিডিও সম্পন্ন করেছেন। এ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন এসডি প্রিন্স। মিউজিক ভিডিওতে কাজ করা সম্পর্কে সারাকা বলেন; লাক্স তারকা আর গ্লামার্স ওয়ার্ল্ড এর মেয়েকে এবার দর্শক দেখবে নতুনরূপে। স্যাডি ধরনের গল্প এটি। তবে বেশ ব্যতিক্রম। আর এতে স্কুল পড়ুয়া ছাত্রীর চরিত্রে দেখা যাবে আমাকে। কাজটি করে বেশ ভালো লেগেছে। আশা করব; দর্শকদেরও ভালো লাগবে। এ মিউজিক ভিডিওতে আরও কাজ করেছেন মডেল দেব দ্বীপসহ অন্যান্যরা। গানটি ঈদে দেশের যেকোন জনপ্রিয় ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
বাংলাদেশ সময়: ১৮:২৪:৪৯ ১০৭২ বার পঠিত