মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯

ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা না ছাড়ার আহ্বান-মন্ত্রিপরিষদ বিভাগ

Home Page » অর্থ ও বানিজ্য » ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা না ছাড়ার আহ্বান-মন্ত্রিপরিষদ বিভাগ
মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ  সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা না ছাড়ার আহ্বান জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, বন্যা পরিস্থিতি মোকাবিলা ও গুজব প্রতিরোধ-সংক্রান্ত একটি পর্যালোচনা সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান এ কথা জানিয়েছেন। খবর বাসসের।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলের বাইরে ঈদ না করতে নিরুৎসাহিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এডিস মশার প্রার্দুভাব রোধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের আবাসস্থল ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে জানিয়ে মুজিবুর রহমান বলেন, ডেঙ্গু চিকিৎসায় চিকিৎসক স্বল্পতার জন্য যেসব চিকিৎসক ট্রেনিংয়ে আছেন তাদের ট্রেনিং বাদ দিয়ে চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৫১:২৫   ১০৬৬ বার পঠিত   #  #