মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষকের নারী কেলেংকারীর তদন্তে কমিটি গঠন
Home Page » প্রথমপাতা » পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষকের নারী কেলেংকারীর তদন্তে কমিটি গঠনসৈয়দ রায়হান বিপ্লব, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ- পীরগঞ্জের কুমেদপুর কাদিরীয়া উমর উদ্দিন দ্বি-মুখী ফাজিল মাদ্রাসার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইসিটি, রংপুর) নিকট মাদ্রাসাটির আরবি প্রভাষকের বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগ দাখিল করেছে এলাকাবাসি।
এলাকাবাসি ও অভিযোগ সূত্রে জানাযায়, উক্ত মাদ্রাসার আরবি প্রভাষক, মৌলবি এনামুল হক (মাসুম) ইতিপূর্বে উপজেলার বগেরবাড়ী গ্রামের জনৈক মহিলার সাঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধ মেলামেশার এক পর্যায়ে জনতার হাতে ধরা পরে গণ ধোলাইয়ের শিকার হন এবং বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাপা দেয়া হয়। এর পরেও মাদ্রাসা সংলগ্ন হালিমের সহায়তায় তার বাড়ীতে বিভিন্ন এলাকা থেকে যৌন কর্মী নিয়ে এসে রাতে যৌনলিলায় লিপ্ত হন আরবি প্রভাষক এনামুল হক (মাসুম)। এরই এক পর্যায়ে গত ৬ এপ্রিল আনুমানিক বেলা ৩ ঘটিকায় যৌনকর্মী সহ অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় মৌলবি মাসুম কে আবারো ধরে ফেলেন এলাকাবাসি। সেখান থেকে সুচতুর আরবি প্রভাষক কৌশলে পালিয়ে গিয়ে গাঁ ঢাকা দেয়। বারবার মাদ্রাসার একজন আরবি প্রভাষকের নারী কেলেংকারীতে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, রংপুর) পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টি এম এ মমিনকে তদন্তর নির্দেশ প্রদান করে। উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মমিন মিয়াকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট্য তদন্ত কমিটি গঠন করেন। বিষয়টি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে উক্ত নারী লোভী দুঃচরিত্রবাণ আরবি প্রভাষক এনামুল হক (মাসুম) এর দৃষ্টান্তমূলক শাস্তি সহ মাদ্রাসার চাকুরি থেকে বহিষ্কারের দাবি জানান এলাকাবাসি।
বাংলাদেশ সময়: ১৬:২২:৪৮ ৬৭৭ বার পঠিত #পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষকের নারী কেলেংকারীর তদন্তে কমিটি