সোমবার, ২৯ জুলাই ২০১৯
ছেলেধরা সন্দেহে এবার এক ভ্যানচালকের মৃত্যু
Home Page » আজকের সকল পত্রিকা » ছেলেধরা সন্দেহে এবার এক ভ্যানচালকের মৃত্যু
বঙ্গ-নিউজঃ টাঙ্গাইলের কালিহাতীতে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার আহত ভ্যানচালক মিনু মিয়া মারা গেছেন।
সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিনু মিয়া ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি গ্রামের কোরবান আলীর ছেলে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, গত ২১ জুলাই বিকেলে ভ্যানচালক মিনু মিয়া কালিহাতীর সয়া হাটে মাছ ধরার জাল কিনতে যান। হঠাৎ ছেলেধরা সন্দেহে তাকে গণপিটুনি দেয় উপস্থিত জনতা। পরে পুলিশ গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে প্রথমে টাঙ্গাইল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৮ দিন চিকিৎসাধীন থেকে সোমবার সকালে তিনি মারা যান।
ওসি জানান, এ ঘটনায় আহতের ভাই গত ২২ জুলাই থানায় মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেফতার করে। পরে পুলিশ চারজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। সোমবার তাদের আদালতে তোলা হবে।
তিনি আরও বলেন, আহত ভ্যানচালক ছেলেধরা ছিলেন না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যামামলা দায়ের হবে।
বাংলাদেশ সময়: ১৬:৪২:২১ ৫৫৯ বার পঠিত #গুজব #ছেলেধরা #ভ্যানচালক #মৃত্যু