রবিবার, ২৮ জুলাই ২০১৯

লঘুচাপের প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ

Home Page » ইতিহাসের এইদিনে » লঘুচাপের প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ
রবিবার, ২৮ জুলাই ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে তিন দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিনের শতাধিক মানুষ টেকনাফে আটকা পড়েছে।

রোববার সকালে বঙ্গোপসাগর ও এর আশপাশের উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্কতা সংকেত দিয়েছে আবহাওয়া অধিদফদতর। ঈদুল আজহা সামনে রেখে সেন্টমার্টিনের শতাধিক মানুষ নিত্য প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করতে গিয়ে সেখানে আটকা পড়ে বলে জানান দ্বীপের বাসিন্দা নুর মোহাম্মদ।

টেকনাফ-সেন্টমার্টিন রুটের ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আলম বলেন, সাগর উত্তাল থাকায় তিন দিন ধরে যাত্রী ও মালামাল পারাপার, ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। ফলে এ রুটে কোনো ট্রলার চলাচল করতে পারছে না।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, সাগর উত্তাল থাকায় এ রুটে নৌযান চলাচল করছে না। ফলে সেন্টমার্টিনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সংকট দেখা দিয়েছে। তবে সাগর শান্ত হলে নৌযান চলাচল আবার শুরু হবে।

বাংলাদেশ সময়: ২২:০৪:২৬   ৪৭২ বার পঠিত   #  #  #  #