রবিবার, ২৮ জুলাই ২০১৯

মিয়ানমারে পাথর ধসে নিহত ১৪

Home Page » আজকের সকল পত্রিকা » মিয়ানমারে পাথর ধসে নিহত ১৪
রবিবার, ২৮ জুলাই ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ মিয়ানমারে জেড পাথরের একটি খনিতে ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে এক পুলিশ সদস্যও রয়েছে।

রোববার সকালে কাচিন রাজ্যের হপকান্তে এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো চার জন নিখোঁজ রয়েছেন। এদের সবাই মারা গেছে বলে আশঙ্কা প্রকাশ করছে পুলিশ।

মিয়ানমারের উত্তরাঞ্চলে মূল্যবান পাথর খনিগুলোতে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। সর্বশেষ গত এপ্রিলে খনির কূপ খননের সময় তীর ধসে ৫৫ শ্রমিকের মৃত্যু হয়।

হপকান্তের পুলিশ প্রধান থান উইন অং বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া চার জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ চার জনের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন। তারা খনির নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আশঙ্কা করা হচ্ছে তারা মারা গেছেন।

তিনি বলেন, ‘আমরা দুই পুলিশ সদস্যকে উদ্ধার করতে পেরেছি। তারা মাথায় আঘাত পেয়েছিল। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে এক জন মারা গেছে।’

বাংলাদেশ সময়: ১৫:৩৫:২৭   ৫৬৪ বার পঠিত   #  #  #  #