
শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
পল্লীককবি জসিম উদ্দিন পুরুষ্কারে ভূষিত কবি গুলশান আরা রুবী
Home Page » বিবিধ » পল্লীককবি জসিম উদ্দিন পুরুষ্কারে ভূষিত কবি গুলশান আরা রুবী
বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুন্ডা বাজারস্থ হাওরকবি জীবন কৃষ্ণ সরকার প্রতিষ্ঠিত হাওর সাহিত্য গণপাঠাগারে ভাটিবাংলা প্রেস ইউনিয়নেরআয়োজনে পহেলা বৈশাখ বর্ষবরন সাহিত্য আড্ডায় বিশিষ্ট লেখক,সাহিত্যিক ও কবি গুলশান আরা কে সাংবাদিক আল-আমিন সালমান এর হাতে পল্লীকবি জসিম উদ্দিনপুরুষ্কার ২০১৯ তুলে দেন হাওর গবেষক সজল কান্তি সরকার,প্রিয়জন কাব্য পরিষদের প্রধান বিচারক কবি বিপ্লব সাহা,সাবেক চেয়ারম্যান রাসেল আহমদ,বাউল সুধীর রঞ্জন সরকার, সাংবাদিক এম.এ মান্নান,সাংবাদিক আতিকুর রহমান ফারুকী,অমিত হাসান রাজু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:৩৬:১৩ ৮৫০ বার পঠিত