রবিবার, ৭ জুলাই ২০১৩

“ইভটিজিংয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা মিঠুন সরকারকে বহিষ্কার”

Home Page » সংবাদ শিরোনাম » “ইভটিজিংয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা মিঠুন সরকারকে বহিষ্কার”
রবিবার, ৭ জুলাই ২০১৩



বঙ্গ- নিউজ ডটকম (ঝিনাইদহপ্রতিনিধি) ঃছাত্রলীগ নেতার ইভটিজিংয়ের শিকার হয়ে ঝিনাইদহে কলেজ ছাত্রী মৌসুমী বিশ্বাসের আত্মহত্যার ঘটনায় ফুঁসে উঠেছে ঝিনাইদহের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

রোববার সকালে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মিঠুন সরকারের শাস্তি দাবিতে ঝিনাইদহ কেসি কলেজ এলাকায় মানববন্ধন করতে গেলে বাঁধা দিয়েছে ছাত্রলীগ কর্মীরা।

এদিকে, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রী উত্যক্তকারী ঝিনাইদহ পৌর ছাত্রলীগের ৭নং ওয়ার্ড কমিটির সভাপতি মিঠুন সরকারকে রোববার বহিষ্কার করা হয়েছে।

ঝিনাইদহ পৌর ছাত্রলীগ সভাপতি আশরাফুজ্জামান সুমন ও সাধারণ সম্পাদক ফাহিম মুনতাছির চন্দন স্বারিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত মোতাবেক মিঠুন সরকারকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগ রয়েছে, ঝিনাইদহ কেসি কলেজের মেধাবী ছাত্রী মৌসুমীকে উত্যক্ত করার করণে গত শুক্রবার তিনি আত্মহত্যা করেন। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে ছাত্রলীগ নেতা মিঠুনকে দল থেকে বহিষ্কার করা হয়।

কেসি কলেজের শিক্ষার্থীরা জানান, রোববার বেলা ১১টার দিকে কলেজের সাধারণ শিক্ষার্থীরা উত্যক্তকারী ছাত্রলীগ নেতার শাস্তি দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন শুরু করার ১৫ মিনিট আগে ছাত্রলীগের কর্মীরা তাদের বাধা দেয়। এ সময় ছাত্রলীগ নেতারা শিক্ষাথীদের আশ্বস্ত করে জানায় মানববন্ধন করলে সমস্যা হবে, বিষয়টি তারা দেখছেন।

মানববন্ধনে অংশ নিতে আসা অ্যাডভোকেট আসাদুজ্জামান অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তিনি।

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় ইভটিজিংয়ের শিকার হয়ে মৌসুমী বিশ্বাস (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করে। মৌসুমী বিশ্বাস ঝিনাইদহ সরকারি কেসি কলেজের এইচএসসি বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

অভিযোগ উঠেছে মৌসুমী বিশ্বাসকে চাকলাপাড়ার হারু সরকারের ছেলে ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মিঠুন সরকার দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে অপমান সইতে না পেরে শুক্রবার দুপুরে ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে মৌসুমী আত্মহত্যা করে।

বাংলাদেশ সময়: ২০:১১:৪৯   ৪৪৪ বার পঠিত