সোমবার, ২২ জুলাই ২০১৯
ভাঙ্গায় সরকারি কে এম কলেজের নবীন বরণ অনুষ্ঠিত
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় সরকারি কে এম কলেজের নবীন বরণ অনুষ্ঠিতব্যুরো চিফ, ফরিদপুরঃ- বাংলাদেশ ছাত্রলীগ ভাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সরকারি কাজী মাহাবুব উল্লাহ্ (কে এম) বিশ্ববিদ্যালয় কলেজের ২০১৯-২০২০ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার সকালে বিদ্যালয়ের প্রধান হল রুমে অত্র কলেজের অধ্যক্ষ এ বি এম খলিলুর রহমানের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক ও পৌর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আফনান রহমান আবিরের সঞ্চালনায় নবীনদের বরণ করে নেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান মোল্লার নিঃশর্ত মুক্তি দাবী, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নতুন কমিটির আবেদন জানিয়ে শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানায় বক্তারা।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকরামুজ্জামান রাজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক হাজী সোবাহান মুন্সী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, প্রচার সম্পাদক রাজীব মোল্লা সহ ১২টি ইউনিয়ন ছাত্রলীগের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:২৪:৩৮ ৭৬৬ বার পঠিত #ভাঙ্গায় সরকারি কে এম কলেজের নবীন বরণ অনুষ্ঠিত