সোমবার, ২২ জুলাই ২০১৯
উৎক্ষেপণ করল চন্দ্রযান-২
Home Page » জাতীয় » উৎক্ষেপণ করল চন্দ্রযান-২বঙ্গ-নিউজঃ অবশেষে প্রতীক্ষার অবসান হলো। চাঁদের দেশে যাত্রা করলো চন্দ্রযান-২। সোমবার দুপুর ২টা ৪৩ মিনিটে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
এক সপ্তাহ আগেই যাত্রার কথা ছিল এই যানটির। তবে ঠিক ৫৬ মিনিট আগে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা স্থগিত করা হয়। কিন্তু এবার সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে যানটির।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, শক্তিশালী ৬৪০ টনের ‘বাহুবলী’ রকেট দ্রুত মহাকাশে পৌঁছাবে। জিএসএলভি মার্ক-৩ ইসরোর সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট। ৪৪ মিটার লম্বা এই রকেটটি একটি ১৫ তলার বাড়ির সমান উঁচু।
রোববার ৬টা ৪৩ মিনিট থেকে ২০ ঘণ্টার কাউন্ট ডাউন শুরু হয়। ভারতে এই চন্দ্রযান-২ এর এই মিশনে ১০০০ কোটি টাকা খরচ খরচে।
এই মিশন সফল হলে আমেরিকা, রাশিয়া ও চীনের পরে চাঁদে সফল অবতরণের ক্ষেত্রে ভারত চতুর্থ দেশ হবে। রকেটটি মহাকাশে পাড়ি দিল একটি অরবিটার, ‘বিক্রম’ নামের একটি ল্যান্ডার ও একটি মুন রোভার নাম ‘প্রজ্ঞান’-কে সঙ্গে নিয়ে।
বাংলাদেশ সময়: ১৬:৫২:০৮ ৬৪৫ বার পঠিত #চন্দ্র #চন্দ্র ভ্রমণ #চন্দ্রযান-২ #চাঁদ