শনিবার, ২০ জুলাই ২০১৯
এই প্রিয়া সাহারা দেশের হিন্দুদের জন্য এমন কি করেছে দেখান?-জীবন কৃষ্ণ সরকার
Home Page » আজকের সকল পত্রিকা » এই প্রিয়া সাহারা দেশের হিন্দুদের জন্য এমন কি করেছে দেখান?-জীবন কৃষ্ণ সরকার
বাংলাদেশ নিঃসন্দেহে সাম্প্রদায়িক সম্প্রীতির আঁতুরঘর।আবহকাল থেকে এই ঐতিহ্য নিশ্চিত প্রসংশার দাবি রাখে।তবে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা ভারত, মায়ানমার, শ্রীলংকা,ইসরাইল থেকে শুরু করে পৃথিবীর সব দেশেই কম বেশি রয়েছে তা অস্বীকার করা যাবেনা।বাংলাদেশ ও এর ব্যতিক্রম নয়।চট্টগ্রাম বৌদ্ধ বিহার আক্রমন,নাসিরনগর ট্র্যাজেডি আপনি কোনভাবেই অস্বীকার করতে পারবেন না।একটু তিক্ত হলেও সরকারের এই দিকটা বিশেষ বিবেচনায় রাখলেই বার বার প্রিয়া সাহারা শক্তি খুঁজে পাবেনা। দেশের সমস্যা দেশেই সমাধান করা উচিত।বিদেশিদের কাছে নিজের দেশকে হেয় করা কোন শুভবুদ্ধির কাজ হতে পারেনা।তাই প্রিয়া সাহার মন্তব্যের আমি তীব্র নিন্দা জানাই।দেশের সব মুসলিম খারাপ হতে পারেনা।অল্প সংখ্যক দুষ্কৃতিকারী সব জায়গায়ই থাকে।ভেবে দেখুন আপনার তিনটি বাঁচ্চার অন্তত একটি একটু ব্যতিক্রমই।অতএব এঁকে ফেলে না দিয়ে সমাধান করেই চলতে হয়।আর কারো ব্যক্তিগত ঝামেলাকে সাম্প্রদায়িক হামলা বলে চালিয়ে দেয়াও ঠিক নয়।আমার জীবনে এপর্যন্ত যাদের সাথে চলেছি তাদের ৯৫ ভাগই মুসলিম। তরাইতো আমার বিপদে আপদে সর্বাগ্রে এগিয়ে আসে।তাই দৃষ্টিভঙ্গি বদলান,চলতে সহজ হবে।আর প্রিয়া সাহাকে ভর করে আপনারা যে বা যাহারা কাল থেকে সাম্পদ্রায়িক মন্তব্য করে যাচ্ছেন তাঁদের কাছে প্রশ্ন এই প্রিয়া সাহারা দেশের হিন্দুদের এমন কি উপকার করেছে দেখান? তাই আপনাদের গালাগালের ভার এসব সাধারন হিন্দুরা নেবে কেনো? এক এস কে সিনহা দিয়ে সব বিচার করা ঠিক নয়।এই প্রিয়া,সিনহারা ফেইসবুক সেলিব্রেটি হওয়ার জন্যই মাঝে মধ্যে এমন আচরন করে।ভেবে দেখুন দুদিন পর ওরা ঠিকই তলিয়ে যাবে অথচ আপনার বিকৃত মন্তব্যটি সরা জনম কারো না কারো কাছে আপনাকে বিকৃত মানুষ হিসেবে পরিচয় দেবে।অতএব এসব থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।কেউ কেউ মামলা করবেন বলছেন।তাদেরকে বলি,বাজে জিনিস খুঁজলে ভালো কিছু নয় বাজে কিছুই আসবে।তাছাড়া খুঁড়াখুঁড়ি করতে গিয়ে ওদের উদ্যশ্য(সেলিব্রেটি হওয়া) যেনো সফল হয়ে না যায় সে দিকটাও ভেবে দেখবেন।আর যদি আপনারো কোন উদ্যেশ্য থাকে তাহলে আর আমার কিছু বলার নেই।খবরে প্রকাশ,স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়া সাহাকে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নিচ্ছেন।আমি তাকে সাধুবাদ জানাই।বলার অপেক্ষা রাখেনা বর্তমান সরকার অত্যন্ত সুন্দর সম্প্রীতির মাধ্যমে দেশ চালাচ্ছেন।কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা তাৎক্ষনিক সমাধান করছেন।তার পরো প্রিয়া সাহা চাইলে ট্রাম্পকে না বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে পারতেন,বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মিডিয়ায় তুলে ধরে প্রশাসনের দৃষ্টিগোচর করতে পারতেন।তা না করে বিদেশের মাটিতে দেশের বদনাম ষড়যন্ত্রের সামিল।তিনি কেনো এটা করলেন সেটা উদঘাটন জরুরি।সবশেষে দেশবাসীকে তুচ্ছ ঘটনা বাদ দিয়ে আবারো সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকার আহ্বান জানিয়ে লেখাটি শেষ করছি।সকলের জন্য শুভকামনা।
লেখকঃ কবি ও প্রাবন্ধিক।
বাংলাদেশ সময়: ১৪:৫৪:১৫ ৬৪০ বার পঠিত