বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
বৃক্ষ আমাদের জীবন বাঁচায়-অধ্যাপক ড. ফারজানা ইসলাম
Home Page » আজকের সকল পত্রিকা » বৃক্ষ আমাদের জীবন বাঁচায়-অধ্যাপক ড. ফারজানা ইসলামবঙ্গ-নিউজঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গতকাল সকাল ১০টায় জাবি স্কুল ও কলেজের পুকুর পাড়ে একটি নারিকেল গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন। তিনি তাঁর উদ্বোধনী ভাষণে বলেন, প্রতি বছর বৃক্ষরোপণের মধ্যদিয়ে আমরা ক্যাম্পাসকে আরো সবুজ করতে চাই। তাতে আমাদের প্রিয় ক্যাম্পাস ফুলে ফলে পত্র-পল্লবে ভরে উঠবে। আমরা জানি, বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে প্রাণির জীবন বাঁচায় এবং বৈচিত্রময় প্রকৃতির মাঝে ভারসাম্য বজায় রাখে। বৃক্ষ আমাদের জীবন বাঁচায়, তাই নানা প্রজাতির বৃক্ষ সংরক্ষণে আমাদের আরও সচেতন হতে হবে।
এ সময় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নুরুল আলম , কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, শিক্ষক মন্ডলী, পদস্থ কর্মকর্তা, জাবি স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ শিক্ষাবর্ষে পনের শত বৃক্ষের চারা রোপণ করা হবে। এর মধ্যে, জাবি স্কুল ও কলেজের পাশে জাকারেন্ডা, টেকোমা, ক্যাসিয়া জাবানিকা, হলুদ ক্যাসিয়া, জারুল, আগর, হরতকী, বহেরা, আমলকী, বুদ্ধ নারিকেল, স্বপ্ননগর আবাসিক এলাকায় মেহগনি, গর্জন, বিশমাইল লেকের পাড়ে কাঁঠাল, আবাসিক হল সমূহের পার্শবর্তী স্থানে আম্রপালী এবং বিভিন্ন রাস্তার পাশে রক্ত করবী, কাঞ্চন, চেরি, গন্ধরাজ, কামিনী গাছ লাগানো হবে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের নেতৃত্বে বৃক্ষরোপণ কমিটির সদস্য অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, অধ্যাপক ড. আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েল এবং সদস্য সচিব মো. নুরুল আমিনের তত্ত্বাবধানে বৃক্ষের চারাগুলো রোপণ করা হবে।
বাংলাদেশ সময়: ২০:২৫:০৫ ৫৬৩ বার পঠিত