মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
ওগো তুমি -আবুল আফছার
Home Page » সাহিত্য » ওগো তুমি -আবুল আফছারপাথরের নামে তোমার নাম
এ যেন রিদয় ছোঁয়ার পরশমণি
দিবানিশি যেখানে থাকিনা কেন
স্মরনে নয়নে ভাসে ওগো,
তোমার মায়াবী প্রতিচ্ছবি।
হঠাত,আষাঢের সাদা মেঘের ভেলা ভাসিয়ে
তুমি ঘুরপাক খাচ্ছো চারিদিকে,
আমার যতই যন্ত্রনা হউক না কেন
একটি বার ও বৃষ্টি ঝড়ালে না কাছে এসে!
অথচ আমি চাই
তুমি শ্রাবণের বারিধারার মতো
রিমঝিম বৃষ্টি নামিয়ে
আমার তপ্ত রিদয়কে শীতল করবে!
তুমি এখনো
ফাগুনের আগুন ঝরা শিমূল ফুলের মতো
বাসন্তী লাল রঙ ছড়ায়ে
নিজেকে রঙিন করে সাজিয়ে রেখেছো!
অথচ আমি চাই
তুমি বৈশাখের সকালে সদ্য ফুটন্ত
রজনীগন্ধা ফুলের মতো মিষ্টি ঘ্রান ছড়ায়ে
আমাকে আপ্লুত করবে সারাক্ষণ।
ওগো, তুমি কি শরতের
মিষ্টি রৌদ্রময় সকালে মতো
সিগ্ধ সমীরণ রুপে বয়ে আসতে পারো না?
বাংলাদেশ সময়: ২২:১৯:৩৪ ৬১১ বার পঠিত #কবিতা #বাংলা কবিতা