মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯

ধর্মপাশায় কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

Home Page » সারাদেশ » ধর্মপাশায় কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯



ধর্মপাশায় মাদক ব্যবসায়ীস্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃ সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় ১৫ পিস ইয়াবাসহ আফসার উদ্দিন ভূঁইয়া ওরফে আফসু (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ধর্মপাশা থানা  পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনয়িনের দাতিয়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস ভূঁইয়ার ছেলে। আজ মঙ্গলবার(১৬ জুলাই) দুপুরে ধর্মপাশা  পূর্ব বাজারের  ইউএস প্লাজার ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়।
ধর্মপাশা থানার ওসি মো. এজাজুল ইসলাম জানান,আজ মঙ্গলবার  দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  পুলিশ ধর্মপাশা বাজারস্থ ইউএস প্লাজা ভবনের একটি কক্ষ থেকে ১৫ পিস ইয়াবাসহ আফসার উদ্দিন ওরফে আফসু কে গ্রেফতার করে।পরে এ ঘটনায় এসআই আ. আজিজ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছে।

বাংলাদেশ সময়: ২১:৪১:৫২   ১৪৫৫ বার পঠিত   #  #  #