মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯

বংশীকুন্ডায় বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরন

Home Page » সারাদেশ » বংশীকুন্ডায় বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরন
মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯



পাতকুড়া গ্রামে শুকনো খাবার বিতরন করেন সুজিত তালুকদারস্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরন করে যাচ্ছেন ঘাসী গ্রামের কৃতি সন্তান,আওয়ামীলীগ নেতা ও তারুণ্যের অহংকার সুজিত তালুকদার।
আজ(১৬ জুলাই) নোয়াগাঁও, মির্জাপুর, হামিদপুর,শাহাপুর,নয়ানগর,আদর্শগ্রাম, রৌহা,পাতকুড়া,আলমপুর,জয়পুর ও বাঘের পাড়া গ্রামের বন্যাকবলিত মানুষের মধ্যে শুকনো খাবার বিতরন করেন সুজিত তালুকদার। এর পূর্বে তিনি আরও ১৫ টি গ্রামে বিতরন করেন। এবং ধারাবাহিকতায় বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের সবগুলো গ্রামের বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরন করবেন।

সুজিত তালুকদার বলেন, আগামী দিনে আমি বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের নির্বাচনে নিজেকে মানুষের সেবায় নিয়োজিত করার লক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী।এজন্য আমি এই অঞ্চলের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছি। এবং নিজেকে মানুষের জন্য উৎস্বর্গ করতে চাই।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৩৯   ৭৮৬ বার পঠিত   #