মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে মিসরের বাঁকানো পিরামিড
Home Page » জাতীয় » পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে মিসরের বাঁকানো পিরামিডবঙ্গ-নিউজঃ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে মিসরের রাজধানী কায়রোর কাছে অবস্থিত ‘বাঁকানো পিরামিড’। পর্যটকদের মিসরে আকৃষ্ট করতেই এই উদ্যোগ নিয়েছে দেশটি। শুধু পিরামিড বাইরে থেকে দেখা নয়, হাঁটা যাবে পিরামিডের ভেতরের সুড়ঙ্গেও। বিবিসি।
কায়রোর কাছের দাহসুর-এ খ্রীস্টপূর্ব ২ হাজার ৬০০ সালে তৈরি করা হয়েছিলো এই বাঁকানো পিরামিড। এটি আসল নকশা করা হয়েছিলো ঐতিহ্যবাহী পিরামিডের ধারণা মাথায় রেখেই। সাধারণত পিরামিডের ধাপগুলোর অক্ষ হয় ৫৪ ডিগ্রি বাঁকানো। কিন্তু এই পিরামিড তৈরী হয়েছিলো নরম এবং পিচ্ছিল কর্দমাক্ত ভূমির উপর। এ কারণে এর কাঠামেয় ভারসাম্য ছিলোনা। এ কারণে পিরামিডটিকে দাঁড়া করতে এর অক্ষ ৪৩ ডিগ্রি বাঁকিয়ে দেওয়া হয়। এর উপরের ৪৫ মিটার বা ১৪৭ ফিট কাই অস্বাভাবিক বাঁকানো। এর উত্তর অংশই মূলত বাঁকা। তবে মিসর সরকার পর্যটকদের জন্য একটি আকর্ষনীয় প্যাকেজ ঘোষণা করেছে। পিরামিডের প্রবেশপথের সুরঙ্গপথে ৭৯ মিটার পথে হাটতে পারবেন তারা। এর মাধ্যমে তারা পিরামিডের গভীরে নেমে যেতে পারবেন।
গত বছর এই পিরামিডে খনন অভিযান চালানোর সময় প্রতœতাত্তিকেরা মমি, মুখোস এবং বিভিন্ন যন্ত্রপাতি আবিস্কার করেছেন।
বাংলাদেশ সময়: ১৪:৫৭:০০ ৬১৭ বার পঠিত #পিরামিড #বাঁকানো পিরামিড #মিসর