শনিবার, ১৩ জুলাই ২০১৯

বিসানির আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে ‘কাব্যপদ্ম’ পুরুষ্কার পেয়েছেন গুলশান আরা রুবী

Home Page » Wishing » বিসানির আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে ‘কাব্যপদ্ম’ পুরুষ্কার পেয়েছেন গুলশান আরা রুবী
শনিবার, ১৩ জুলাই ২০১৯



সেরা কবি গুলশান আরা রুবীর পক্ষে কাব্য পদ্ম পুরুষ্কার গ্রহন করছেন আল-আমিন আহমেদ সালমানবঙ্গ-নিউজঃবিশ্ববাংলা সাহিত্য নিকেতন (বিসানি)আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২০১৯  ‘কাব্য পদ্ম’পুরুষ্কার পেয়েছেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক গুলশান আরা রুবী।

গতকাল(১২জুলাই) জাতীয় প্রেসক্লাবের জহুর চৌধুরী হলে  আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে ভারতের আসাম থেকে আগত কবি যুথিকা দাস সাংবাদিক আল-আমিন আহমেদ সালমান এর হাতে স্ক্যাস্ট ও মেডেল তুলে দেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, উদ্বোধক কবি অসীম সাহা, বিশিষ্ট গীতিকার হাসান মতিউর রহমান,বিসানির সাধারন সম্পাদক ইমরান শাহ।এছাড়াও ভারত,কলকাতা  ও নেপাল থেকে আগত কবি ও সাহিত্যিক উপস্থিত ছিলেন।

সেরা কবি হিসেবে ‘কাব্য পদ্ম’পুরুষ্কার পাওয়াতে কবি গুলশান আরা রুবী বিশ্ববাংলা সাহিত্য নিকেতন(বিসানি)কর্তৃপক্ষকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ৭:২৮:১১   ৯৪৯ বার পঠিত