শুক্রবার, ১২ জুলাই ২০১৯

বংশীকুন্ডায় বন্যার্তদের মধ্যে ত্রান বিতরন

Home Page » সারাদেশ » বংশীকুন্ডায় বন্যার্তদের মধ্যে ত্রান বিতরন
শুক্রবার, ১২ জুলাই ২০১৯



ত্রানসামগ্রী তুলে দিচ্ছেন সুজিত তালুকদারস্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের ৫ টি গ্রামের বর্ন্যাতদের মধ্যে মধ্যনগর থানা আওয়ামীলীগের অন্যতম সদস্য, বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জনন্দিত নেতা ও ঘাসী গ্রামের কৃতি সন্তান বাবু সুজিত তালুকদারের উদ্যোগে ত্রাণ বিতরন করা হয়।
আজ শুক্রবার (১২ জুলাই) বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের (আঠাঁইশা মাছিমপুর,পলমাটি,রাঙামাটি,কাউহানি ও মাকড়দি)পাঁচটি গ্রামের বন্যার্তদের মধ্যে শুকনো খাবার, মোমবাতি, দিয়াঁশলাই ও খাবার স্যালাইন বিতরন করেছেন  সুজিত তালুকদার।
এইসময় তার সাথে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ ও স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সুজিত তালুকদার বলেন, যারা সমাজের ধর্ণাঢ্য ব্যক্তিবর্গ আছেন আসুন আমরা অসহায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই। আমার আপনার একটু সামান্য সহযোগিতায় পারে অসহায় মানুষ গুলোর মুখে হাসি ফুটাতে।তিনি আরোও বলেন আমি সারা জীবন দরিদ্র অসহায় মানুষের সেবা করার লক্ষে আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে চাই।এজন্য এলাকার ধর্ম,বর্ণ, দলও মত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রত্যাশী।

বাংলাদেশ সময়: ২২:২৮:১৫   ১১৪৬ বার পঠিত   #