শুক্রবার, ১২ জুলাই ২০১৯
উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হল ধামরাই রথ উৎসবের
Home Page » আজকের সকল পত্রিকা » উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হল ধামরাই রথ উৎসবেরহিরা খান ধামরাই প্রতিনিধি,বঙ্গ-নিউজঃ রথযাত্রা বা রথদ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতীয় রাজ্য ওড়িশা ও পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা ওড়িশার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল, শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা, গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠের রথ এবং কলকাতা ও বাংলাদেশের ইসকনের রথ ধামরাই জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গে রথযাত্রার সময় যাত্রাপালা মঞ্চস্থের রীতি বেশ জনপ্রিয়। ঢাকার ধামরাই হয় বাংলাদেশের রথ উৎসবের সবচে বড় আয়োজন। রথ যাত্রাকে কেন্দ্র করে মাস ব্যাপী হয় মেলা। সেখানে গ্রামীণ শিল্পের নানা পসরা নিয়ে বসেন দোকানিরা। চলে সার্কাস। গত ৪ জুলাই রথ যাত্রার মধ্য দিয়ে ধামরাই রথ উৎসবের শুরু হয়। আজ ১২ জুলাই উল্টো রথ যাত্রার মধ্য দিয়ে শেষ হল ধামরাই রথ উৎসবের। তবে মেলা চলবে ১ মাস।
বাংলাদেশ সময়: ২০:০০:১৬ ৫৪৫ বার পঠিত