শুক্রবার, ১২ জুলাই ২০১৯

পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত লাগবে গুজব রটানো যুবক গ্রেফতার

Home Page » আজকের সকল পত্রিকা » পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত লাগবে গুজব রটানো যুবক গ্রেফতার
শুক্রবার, ১২ জুলাই ২০১৯



গুজব রটানো যুবক গ্রেফতার

বঙ্গ-নিউজঃ  ‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত লাগবে’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা থেকে আরমান হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে আনোয়ারা উপজেলার তৈলার দ্বীপ এলাকা থেকে আরমানকে গ্রেফতার করা হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে এই গুজব রটনাকারীকে শনাক্ত করে শুক্রবার দুপুরে গ্রেফতারের বিষয়টি র‌্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

র‌্যাব-৭ এর চট্টগ্রাম চান্দগাঁও সিপিসি-৩ ক্যাম্পের কমান্ডার মেহেদী হাসান জানান, আরমান পদ্মা সেতুতে মানুষের রক্ত লাগবে, মাথা লাগবে ইত্যাদি মিথ্যা গুজব ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে চিহ্নিত করে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। এই ধরনের মিথ্যা গুজব রটনাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৫:৪১:১৮   ৬৬২ বার পঠিত   #  #