শুক্রবার, ১২ জুলাই ২০১৯

উবারে এখন উড়োজাহাজ সেবা চালু

Home Page » অর্থ ও বানিজ্য » উবারে এখন উড়োজাহাজ সেবা চালু
শুক্রবার, ১২ জুলাই ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। ম্যানহাটন থেকে জেএফকে বিমানবন্দরে যাওয়া যাবে উবারের উড়োজাহাজে। এজন্য একজন যাত্রীর খরচ পড়বে ২০০ থেকে ২৫০ মার্কিন ডলার।

গত বুধবার আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু করে উবার। বর্তমানে শুধু একটি বিমানবন্দরে চালু হলেও উবার আশা করছে শিগগিরই তারা পুরো যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার সেবা চালু করতে পারবে। খবর ডেইলি মেইলের

মিডটাউন থেকে জেএফকে যাত্রার জন্য উবার অ্যাপস থেকে উড়োজাহাজ বুকিং দেওয়া যাবে। ব্যবসায়ী ও পর্যটকরা এ সেবা বেশি গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

প্রাথমিকভাবে উবারের প্লাটিনাম এবং ডায়ামন্ড গ্রাহকরা এই সেবা নিতে পারবেন। যেসব উবার গ্রাহক উবার ইটসে আড়াই হাজার মার্কিন ডলারের বেশি খরচ করেছেন অথবা উবার এক্সে ৮৩৩ মার্কিন ডলারের বেশি খরচ করেছেন তারা এই সেবা নিতে পারবেন।

উবারের এই উড়োজাহাজ সেবার নাম দেওয়া হয়েছে ‌‘উবার কপ্টার’। পাঁচটি সিট রয়েছে উড়োজাহাজে। একজন যাত্রী একটি হাত ব্যাগ ও একটি ল্যাপটপ বহন করতে পারবেন সঙ্গে।

তবে উবারের এই সেবাকে ইতিবাচকভাবে নেননি অনেকে। নিউইয়র্কের মেয়র বিল ব্লাসে সমালোচনা করে বলেছেন, ‘উড়োজহাজ দুর্ঘটনার কারণে ম্যানহাটনে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ করা উচিত।’

উবার এলিভেট টিমের প্রধান এরিক অ্যালিসন বলেন, ‘যাত্রীদের এই সেবা দিতে পেরে আমরা উচ্ছ্বসিত। আকাশ পথে ভ্রমণের অভিজ্ঞতার আমন্ত্রণ সবার।’

বাংলাদেশ সময়: ১২:৩৭:৩০   ৫১৪ বার পঠিত   #  #  #  #