মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯
নারী ও শিশু নির্যাতনকারী সকলকেই শাস্তি পেতে হবে…মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
Home Page » আজকের সকল পত্রিকা » নারী ও শিশু নির্যাতনকারী সকলকেই শাস্তি পেতে হবে…মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ফজলুল হক, বঙ্গ নিউজি ডটকম: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, নারী ও শিশু নির্যাতনকারী কোন কলেজের অধ্যাপক হোক, মাদ্রাসার প্রিন্সিপাল হোক, আওয়ামী লীগ অথবা অন্য দলের রাজনীতিবিদ হোক। নির্যাতনকারী সকলকেই শাস্তি পেতে হাবে। আইনের আওতায় আসতে হবে প্রত্যেককে। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্যপরিকর।
তিনি বলেন, আমরা যে যে দলই করি, এটা যার যার স্বাধীনতা। দল করলে একটা দুর্বলতা, সমর্থন থাকবেই। পৌর মেয়র অন্য দলে তারপরও পৌরবাসীর সমস্যা সমাধানে চেষ্টা করছি। কারণ এ কাজের সুবিধা ভোগ করবে পৌরবাসী। তাই মিলে মিশে করি কাজ হারি জিতি নাহি লাজ। মিলে মিশে কাজ করলে দেশের অনেক উন্নয়ন হবে। যারা সেবক তারা দল মতের উর্ধে থেকে মানুষের সেবা করে।
তিনি মঙ্গলবার সকালে কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বিএমডিএফ ও গুরুত্বপুর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প’র আর্থিক সহায়তায় কালিয়াকৈর পৌরসভার উন্নয়ন মুলক এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক “৩২ পৌরসভা প্রকল্প” এর আওতায় বিশুদ্ধ পানি সরবরাহ উন্নয়ন কাজ এবং দুপুরে পৌরসভার সেমিনার কক্ষে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে “হেলথ এন্ড নিউট্রিশন প্রজেক্ট” এর আওতায় রিক ও কালিয়াকৈর পৌরসভার যৌথ উদ্যোগে পৌর এলাকার ১ হাজার ৪৬০টি দরিদ্র পরিবারের মাঝে পুষ্টি কার্ড বিতরন কাজের শুভ উদ্ভোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। কালিয়াকৈর পৌরসভার আয়োজনে এসব উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র মজিবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রকল্প পরিচালক মেজবাহ উদ্দিন, বিএমডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান, গাজীপুর জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম, গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহারসহ আরো অনেকে।
বাংলাদেশ সময়: ২২:৩০:১৩ ৫৪১ বার পঠিত