রবিবার, ৭ জুলাই ২০১৯
পোস্টমর্টেম - শাহ্ নাজ পারভীন
Home Page » সাহিত্য » পোস্টমর্টেম - শাহ্ নাজ পারভীনদিনের সকল কোলাহল শেষে
পায়ে পায়ে রাত্রি এসে যখন দাঁড়ায়,
মনের অলিন্দে ভীড় করে হাজার জিজ্ঞাসা
ওরা তার সঠিক উত্তর পেতে চায়
বিবেকের কাঠগড়ায় তখন তুমি আমি
দুজনেই সমান্তরাল রেখায়
মূর্তিমান অভিযোগ -
বিক্ষত হৃদপিণ্ডের কেবল রক্তক্ষরণ
দেখেছো কি কখনো তা আয়নায়?
ভুলভাল বেহিসেবি খরচায় এভাবেই
স্বপ্নের পাপড়িগুলো
অসময়ে অভিমানে ঝরে যায় !
মুখোশের আড়ালের মুখ গুনে গুনে
ক্লান্ত খুব
পানপাত্রে বুদবুদ তোলে মাত্রাতিরিক্ত
এ্যালকোহল
যেন, অধরা সুখেরা চিরকাল পরিযায়ী পাখির
মতন
যতই বিষাদ গোনে মন তবু,
মৃত এ জীবনটাকে ঘিরে চলে
অবিরাম - অনাকাঙ্খিত পোস্টমর্টেম।
বাংলাদেশ সময়: ১০:২৫:০৩ ৮০৩ বার পঠিত #কবিতা #বাংলা কবিতা #সমকালীন কবিতা